জয়েন্ট এন্টার্নস পরীক্ষায় হিন্দি, ইংরেজির পাশাপাশি আঞ্চলিক ভাষা হিসাবে গুজরাটি ভাষা আছে তবে বাংলা ভাষা কেন নেই? এই নিয়ে এবার জোরালো দাবী তুললেন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটের পাশাপাশি সাংবাদিকদের সম্মুখীন হয়েও তিনি এ দাবী জানান। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই দাবী জানান।
এটি একটি সর্বভারতীয় পরীক্ষা যেখানে বাংলার বহু ছাত্রছাত্রী অংশ নেয়। সেখানে আঞ্চলিক ভাষা হিসাবে শুধু গুজরাটি ভাষা কেন? বাংলা কেন থাকবেনা৷ এই নিয়ে ইতিমধ্যেই বোর্ডকে চিঠি পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এই নিয়ে আন্দোলনেও নামবে তৃণমূল কংগ্রেস, জানালেন দলনেত্রী৷
Be the first to comment