গত দুদিন থেকে তৃণমূল ছাত্র পরিষদ নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবী এবং জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের হওয়া বর্বরতা নিয়ে ধর্না দিচ্ছে রানী রাসমণি রোডে। গতকাল সেখানে প্রতিবাদীদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে তিনি বলেন, বাংলা থেকে আমরা এই বিষয়ে প্রথম আন্দোলন শুরু করেছি এবং শেষ দিন পর্যন্ত লড়ব। আমরা দেখিয়ে দেব যে আমরাই পারি। সমস্ত ছাত্রছাত্রীকে এই মঞ্চ থেকে সংহতি জানাই ও এই আন্দোলনে তাঁদের পাশে থাকার বার্তা দিতে চাই। সকলকে এই আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাই। স্কুলের ছেলেমেয়েরাও এর প্রতিবাদ জানাচ্ছে। ইতিমধ্যেই এই প্রতিবাদে অনেক নতুন অরাজনৈতিক মুখ দেখা যাচ্ছে।
তিনি আরোও বলেন, গতকাল জেদ করে কেন্দ্রীয় সরকার যে নোটিফিকেশন প্রকাশ করেছে, তা কাগজে কলমেই থাকবে, ওটা লাগু হবে না। আমরা লাগু করবই না। আমরা ওই নোটিফিকেশন মানিনা। বাংলায় এনআরসি, এনপিআর হবে না।
Be the first to comment