কৃষি বিল সংসদে পাশ হওয়ার পর গত রবিবারই বিলে সই করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর তারপর থেকেই দেশে এই বিল বিরোধী আন্দোলন আরোও জোরালো হয়ে উঠেছে।
এদিকে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী সোমবার কংগ্রেস শাসিত রাজ্যগুলির উদ্দেশে বলেন- কেন্দ্রের কৃষি আইন উপেক্ষা করুন, প্রয়োজনে রাজ্যে আইন প্রণয়ন করুন। কংগ্রেস.নেতা কে.সি বেণুগোপাল এক টুইটে বলেছেন কী ভাবে.মোদী সরকারের আইনকে এড়িয়ে যাওয়া যায় সেটি দেখতে হবে।
এই বিলের বিরুদ্ধে একশোর বেশি কৃষক সংগঠন রাস্তায় নেমেছে। বাংলা, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, কেরল, তামিলনাড়ু, ওড়িশায় শুরু হয়ে গেছে আন্দোলন।
Be the first to comment