কেন্দ্র কি করবে জানি না, আমরা যতটা পারি ততটা করবঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

আজ নবান্নে সাইক্লোন বুলবুলের জন্য ক্ষয়ক্ষতির পর্যালোচনার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা আজকে সবাইকে ডাকিনি, শুধু জেলা শাসক, প্রধান সচিব, অতিরিক্ত সচিব ডাকা হয়েছিল এবং মন্ত্রীরাও ছিলেন। সভায় আলোচনা হয়েছে যে বিভিন্ন দপ্তরের মধ্যে কিভাবে মনিটরিং,কোঅর্ডিনেশন আরো ভালো করা যায় সেই নিয়ে।

তিনি বলেন, ট্যাক্স বাবদ কেন্দ্রের যেহেতু প্রচুর কম ইনকাম হয়েছে, যে ৪২% যেটা ওরা রাজ্যকে দেবে বলেছিল সেটাও ওরা দিতে পারবে না। ফলে আমাদের রাজ্যও ৬৪০ কোটি টাকা লোকশান করেছে। সেন্ট্রাল ট্যাক্স আমরা পুরোপুরি পাইনি। চাষিদের সাহায্য করতে পাকা ধানগুলো যেগুলো পড়ে আছে সেগুলো কিভাবে পুনরুদ্ধার করা যায় তার চিন্তা ভাবনা চলছে। মাঠের জল সরানোর জন্য ১০০দিনের কাজের লোক আমরা দিয়েছি, পুকুরের জল থেকে ভেঙেপড়া গাছ তোলা, পোল বসানো কাজ করা হচ্ছে।

এছাড়াও তিনি বলেন, সবাইকে আবেদন সাইক্লোন নিয়ে অসহায় মানুষের বিপদে পাশে না দাঁড়িয়ে বড় বড় কথা বলে এটাকে নিয়ে রাজনীতি করছেন, ভাঙচুর করছেন তাঁদের আমি অনুরোধ করবো এটা করবেন না। কেন্দ্র কি করবে জানি না, আমরা যতটা পারি ততটা করব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*