প্রহর গুনছে গোটা দেশ, ১৭ই মের পর কি লকডাউন উঠে যাবে? সেই বিষয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানা যায়নি। আজ বিকেল ৩ টে থেকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে এই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কেন্দ্রের সরকারকে আক্রমণ করে গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেন। তিনি বলেছেন, “সরকার যখন স্থল সীমানা থেকে শুরু করে ট্রেন, প্লেন সবই চালানো শুরু করে দিয়েছে, তখন ১৭ মে-র পর আর লকডাউন চালিয়ে কী লাভ!”
তিনি আরোও বলেন, “কেন্দ্রের সরকার একটার পর একটা পরিষেবা শুরু করে দিচ্ছে, আর রাজ্যগুলিকে বলা হচ্ছে এ জন্য যে সংকট তৈরি হচ্ছে তা মোকাবিলা করতে”। নরেন্দ্র মোদীকে তিনি বলেন, “আপনি এই বিষয়টায় নজর দিন। এটা স্ববিরোধিতা হচ্ছে। বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাতে সংক্রমণ রুখতে আমাদের অসুবিধা হচ্ছে।
Be the first to comment