করোনা আক্রান্ত লাফিয়ে বাড়ছে বাংলায়৷ পশ্চিমবঙ্গে ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের শরীরে একের পর এক করোনা সংক্রমণ ধরা পড়ছে৷ এ হেন পরিস্থিতিতে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, ‘কেন এক ট্রেনে গাদাগাদা লোক আসছে? তাদের মধ্যে তো করোনা বাড়ছে! ওরা আসছে মহারাষ্ট্র, চেন্নাই থেকে৷’
মমতার দাবি, ‘রেল ট্রেন বাড়াক৷ সামাজিক দূরত্ব কেন মানা হবে না ট্রেনে? ভাড়া তো আমরা দিচ্ছি৷ শ্রমিক এক্সপ্রেসকে করোনা এক্সপ্রেস বানাচ্ছেন কেন? ট্রেনের বগি বাড়ান৷’
প্রসঙ্গত, রাজ্যে বর্তমানে যত করোনা আক্রান্তের সংখ্যা, তা বেশির ভাগই ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের শরীরে সংক্রমণ ধরা পড়ছে৷
চতুর্থ দফার লকডাউন এর একদম শেষ পর্যায়ে দেশ। ইতিমধ্যেই পঞ্চম দফা লকডাউন হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এ রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার এরাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যার নিরিখে রেকর্ড হয়েছে৷ স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান এমনটাই বলছে। করোনা ভাইরাসকে আটকানোর জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন বলে বারবারই চিকিৎসক থেকে প্রশাসনের তরফে বলা হচ্ছে। কিন্তু সেই স্বাস্থ্যবিধি কেই কার্যত বুড়ো আঙুল দেখানো হচ্ছে বাজারগুলিতে।
Be the first to comment