১। ইসরো জানিয়েছে, উৎক্ষেপনের মাত্র এক ঘন্টা আগে যান্ত্রিক সমস্যা নজরে আসে। আজ চন্দ্রায়ন দুইয়ের মহাকাশের পথে পাড়ি দেওয়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক সমস্যার জন্য তা সম্ভব হচ্ছে না। পরবর্তী উৎক্ষেপণের দিনক্ষণ পরে জানানো হবে।
২। এর আগে জানুয়ারি মাসে মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল চন্দ্রযান ২ এর। কিন্তু পরে তা পিছিয়ে ১৫ জুলাই করা হয়।
৩। ইসরো প্রধান কে সিভান জানিয়েছেন শুক্রবারের পরিবর্তে শনিবার এটা করা সম্ভব হত, কিন্তু লঞ্চিং উইন্ডো-র কিছু যান্ত্রিক মানদণ্ড সম্পূর্ণ করতে হয়, যার ফলে নতুন তারিখ ঘোষণা হতে সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে।
৪। যাত্রা শুরুর মাত্র এক ঘন্টা আগেও ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, ওড়ার জন্য তরল হাইড্রোজেন গ্যাস ভর্তি করে দেওয়া হয়েছে। চন্দ্রযান ২-কে জিএসএলবি মার্ক-৩-এম-১ রকেটের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে নিয়ে যাওয়ার কথা ছিল।
৫। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা সংস্থা থেকে ২.৫১ মিনিটে চন্দ্রযান-২ -এর ওড়ার কথা ছিল, সারা দেশের চোখ ছিল সেদিকে। এই ৩৮৫০ কিলোগ্রাম ওজনের অন্তরিক্ষ যানটির নিজের সাথে একটি অরবিটার, একটি ল্যান্ডের ও একটি রোভার নিয়ে যাওয়ার কথা ছিল। তবে রওয়ানা হওয়ার ৫৬ মিনিট ৫৪ সেকেন্ড আগে আটকে দেওয়া হয় উৎক্ষেপন।
Be the first to comment