ত্রিপুরা ও কেরালায় উপনির্বাচনের ফলাফল প্রমাণ করল বামপন্থিদের লড়াই ফুরিয়ে যায়নি । কেরালায় পালা বিধানসভা কেন্দ্রে দীর্ঘ ৫৩ বছর পর এসেছে বদল , জয়লাভ করেছে বামপন্থিরা । স্বাভিক ভাবেই এই জয় এ রীতি মতো উচ্ছ্বসিত বামকর্মী সমর্থকরা লোকসভায় বামফ্রন্টের ফলাফল ছিল খুবএ খারাপ সে জায়গায় দাঁড়িয়ে এতে ছিল অস্তিত্ব প্রমাণ করার লড়াই টারা যে এখনো আপ্রাসঙ্গিক হয়ে যায়নি তা প্রমাণ করল এই দুই উপনির্বাচনের ফলাফল অন্যদিকে ত্রিপুরায় বাধারঘাট বিধান সভায় সি পি আই (এম ) প্রার্থী বুলটি বিশ্বাস আগের থেকে প্রায় ৫ হাজার ভোট বাড়িয়ে তাক লাগিয়ে দিলেন । যদি এই কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে কিন্তু ভোট কমেছে অনেক । দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের ১০০ দিন পার হয়েছে এর মধ্যেই মানুষের রায় প্রমাণ করছে বিজেপির জনপ্রিয়তা কমেছে
Be the first to comment