কে হচ্ছেন যুক্তরাজ্যের আগামী দিনের প্রধানমন্ত্রী? ঋষি সুনাক নাকি কিয়ার স্টারমার? সিদ্ধান্ত আজ ব্যালটের মাধ্যমে..

Spread the love

রোজদিন ডেস্ক :- যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন আজ। প্রায় দেড় মাসের নির্বাচনী প্রচার শেষে দেশজুড়ে আজ স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কে হচ্ছেন যুক্তরাজ্যের আগামী দিনের প্রধানমন্ত্রী? ঋষি সুনাক নাকি কিয়ার স্টারমার?— এই সিদ্ধান্ত ব্যালটের মাধ্যমে আজই জানিয়ে দিবে যুক্তরাজ্যের জনগণ। তবে জনমত জরিপ বলছে, বিপুল সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে টানা ১৪ বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি। অন্যদিকে ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির বেহাল অবস্থা হতে পারে নির্বাচনী ফলাফলে, এমনটাই উঠে এসেছে জনমত জরিপে।
নির্বাচনী জরিপে দেখা গেছে, পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে অন্তত ৪৮৪টি আসনে লেবার পার্টি জয় পেতে যাচ্ছে। এমনটি হলে ১৯৯৭ সালে টনি ব্লেয়ারের নেতৃত্বে লেবার পার্টির ৪১৮টির চেয়ে বেশি আসনে এবার জিতবে দলটি। ওই সময় ব্রিটিশ ইতিহাসে সর্বোচ্চ আসনে জয়ের রেকর্ড গড়েছিল লেবার পার্টি।
অন্যদিকে, কনজারভেটিভ পার্টি মাত্র ৬৪টি আসনে জয় পাবে বলে পূর্বাভাসে উঠে এসেছে। যদি এই পূর্বাভাস সঠিক হয়, তবে ১৮৩৪ সালে প্রতিষ্ঠিত কনজারভেটিভ পার্টির ইতিহাসে এটি হবে সবচেয়ে কম আসনে জয়ের রেকর্ড।
এই নির্বাচনে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি, রিফর্ম পার্টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টিসহ ছোট–বড় অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। হাউস অব কমন্সের ৬৫০টি আসনের বিপরীতে রাজনৈতিক দলগুলোর মনোনীত, স্বতন্ত্র প্রার্থীসহ এই নির্বাচনে রেকর্ডসংখ্যক ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ৯ নারীসহ মোট ৩৪ জন ব্রিটিশ বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রসঙ্গত, সম্প্রতি সংসদ ভেঙে দিয়ে যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও সুনাক এ বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*