আজ ১০ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে করোনা সচেতনতায় ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, করোনা নিয়ে দেশে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তাই এ নিয়ে আতঙ্ক ছড়ানো ঠিক হবে না।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানান, ভেন্টিলেটর ও হাই পাওয়ার নেজাল ক্যানুলাস ডিভাইস অর্থাৎ যা দিয়ে রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ানো যায়, তা কেন্দ্র সরবরাহ করুক। সাথে সাথে তিনি এও বলেন কোন ভ্যাকসিন সংগ্রহ করে ব্যবহার করা হবে, কেন্দ্রীয় সরকার তার সুস্পষ্ট নির্দেশিকা দিক।
Be the first to comment