খড়গপুরে ইন্টারলকিং সিস্টেমের আপগ্রেডেশন, রবিবার ১২ঘন্টা বন্ধ ট্রেন চলাচল

Spread the love

ইন্টারলকিং সিস্টেমের আপগ্রেডেশনের জন্য রবিবার পর্যন্ত হাওড়া-খড়গপুর শাখায় নিয়ন্ত্রিত ট্রেনচলাচল। যার জেরে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। ঘুরপথে চলবে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও। অন্যদিকে, যাত্রীদের অসুবিধার জন্য আগাম ক্ষমাপ্রার্থনা করেছে দক্ষিণ-পূর্ব রেল। শনিবার খড়গপুর শাখায় ২২টি মেল এক্সপ্রেস, ৪টি স্পেশ্যাল ট্রেন, ১২টি প্যাসেঞ্জার ট্রেন, ১৭ এমইএমইউ ট্রেন, ২৭ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। নিয়ন্ত্রিত হয়েছে ৫টি পাসেঞ্জার, ১টি এক্সপ্রেস, ২টি এমইএমইউ ও ১১ জোড়া লোকাল ট্রেনের যাতায়াত। পাশাপাশি,১১টি মেল এক্সপ্রেস হিজলি এবং নিমপুরা স্টেশন দিয়ে যাতায়ত করবে বলে জানা গিয়েছে এবং ১১ জোড়া হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেন বালিচক পর্যন্ত যাবে বলে খবর। আর রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খড়গপুর স্টেশন দিয়ে কোনও ট্রেনই চলাচল করবে না। ওই দিন ৪৩টি মেল এক্সপ্রেস, ১টি স্পেশ্যাল ট্রেন, ১২টি প্যাসেঞ্জার ট্রেন, ১৩টি এমইএমইউ ট্রেন ও ৪০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ৮ জোড়া হাওড়া মেদিনীপুর লোকাল বালিচক পর্যন্ত যাবে।

দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, আগের ইন্টার লকিং সিস্টেমের সাহায্যে সারা দিনে সাড়ে ৩০০টি ট্রেন নিয়ন্ত্রণ করা যেত। আর নতুন ব্যবস্থা চালু হলে প্রতিদিন সাড়ে ৮০০টি ট্রেন নিয়ন্ত্রণ করা যাবে। এই নতুন সিস্টেম চালু হলে ট্রেনের গতি বাড়বে বলে দাবি করছেন রেল কর্তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*