২০২০ সালের গঙ্গাসাগর মেলা উদ্বোধনের পর থেকেই ভিড় জমেছে তীর্থযাত্রীরা। এবারের গঙ্গাসাগর মেলার উল্লেখযোগ্য বিষয় হল ক্লিন গঙ্গাসাগর। কাকদ্বীপ থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত প্রতিটা জায়গাতেই ক্লিনিং-এর ব্যবস্থা করা হয়েছে। প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। প্রতি মুহূর্তে তারাই গঙ্গাসাগরকে পরিচ্ছন্ন করে রাখছেন।
মিঠে রোদ গায়ে মেখে লম্বা লাইনে পুণ্যার্থীরা। কারও মাথায় বোঝা তো কারও কাঁধে ব্যাগ। লম্বা লাইন পড়েছে আট নম্বর থেকে শুরু করে কচুবেড়িয়াতেও। নামখানা লঞ্চগুলোতে উপচে পড়া ভিড়। সবার গন্তব্য গঙ্গাসাগর।
ইতিমধ্যেই মেলায় উপস্থিত হয়েছেন রাজ্যের তিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সুজিত বসু এবং গিয়াসউদ্দিন মোল্লা। অন্যদিকে, কচুবেড়িয়ায় রয়েছেন আরও তিন মন্ত্রী। মেলায় পৌঁছে গেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং অরূপ বিশ্বাস। সেজে উঠেছে কপিলমুনির আশ্রম।
Be the first to comment