রোজদিন ডেস্ক :- পশ্চিম মেদিনীপুরের গড়বেতার মোংলাপোতা গ্রামের ১৯৮ ও ২০০ নম্বর বুথে ছাপ্পা মারা হচ্ছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী।
বুথে ছাপ্পার খবর পেয়ে গড়বেতার ওই বুথে পৌঁছান ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। অভিযোগ, বুথের কাছাকাছি পৌঁছতেই তাঁর গাড়ির দিকে তেড়ে আসে একদল লাঠিধারী লোকজন। অভিযোগ, তাঁরা প্রার্থীকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। তাতেই মাথা ফাটে বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীর। আক্রান্ত হয় সংবাদমাধ্যমের কর্মীরাও।
বিজেপি প্রার্থী প্রনত টুডু বলেন এ ব্যাপারে কমিশনকে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় নিজে ঘটনাস্থলে যায়। তখনই আমার গাড়ি ঘিরে হামলা চালাতে আসে। বাঁচাতে গিয়ে আমার নিরাপত্তীরক্ষীর মাথা ফেটেছে।”
প্রণতের অভিযোগ, “তৃণমূলের সুবিধে করে দিতে রাজ্য পুলিশ বাহিনীকে মিসগাইড করছে। তার জেরেই এই অশান্তির ঘটনা।”
তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। এই মুহূর্তে এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনকে গোটা ঘটনা লিখিতভাবে জানিয়েছেন বিজেপি প্রার্থী।
Be the first to comment