গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ৫৫ হাজার, গত দুমাসে এতটা কমলো আজ। একদিনে মৃতের সংখ্যাও অনেক কমলো। প্রায় প্রতিদিনই ৭০ থেকে ৮০ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়ছিল। অক্টোবরের প্রথম সপ্তাহে দৈনিক সংক্রমণ ৯০ হাজারের গণ্ডি পেরিয়ে যায়।
সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা শীর্ষে পৌঁছেছিল।
আজ সকালে কেন্দ্রীয় সরকারের বুলেটিনে দেখা গেছে, দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার কমেছে। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যাও কম। দেশে এখন অ্যাকটিভ কেস ১১ শতাংশের কাছাকাছি। ভাইরাস সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছএ ৭০৬ জনের। মৃত্যুহারও কমেছে ১.৫৩ শতাংশ।
Be the first to comment