রবিবার রাত তিনটে নাগাদ ডোমজুড়ের সলপে একটি সার্কাসের তাঁবুতে। মুহূর্তের মধ্যে আগুন গোটা তাঁবুটিকে গ্রাস করে নেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যালারি, চেয়ার এবং অন্যান্য আসবাবপত্র। জানা গেছে গভীর ঘুমে নিরাপত্তারক্ষীদের চোখেও বিষয়টি নজরে আসতে অনেকটা দেরি হয়। আর তা থেকেই বিপত্তি আরোও বাড়ে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে অনুমান করা হয় যে কার্তিক পুজোর রাতে এলাকায় প্রচুর আতশবাজি ফাটানো হচ্ছিল। তার থেকেই কোনও ভাবে আগুনের ফুলকি এসে ছিটকে পড়ে এখানে আর সেই থেকে এই বিপত্তি। ক্ষয়ক্ষতির পরিমাণ তেমনভাবে স্পষ্ট জানা না গেলেও জানা যায় যে
পুড়ে মৃত্যু হয়েছে সার্কাসের সদস্য বেশ কিছু পাখির। তবে বাকিরা কোনোমতে প্রাণে রক্ষা পায়।
Be the first to comment