রোজদিন ডেস্ক :- প্রবল তাপপ্রবাহ রাজ্যেজুড়ে নাজেহাল হয়ে যাচ্ছে মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম চালাতে। স্কুল পড়ুয়ারা সহ যাদের বাইরে যেতেই হচ্ছে কাজের জন্য, তাঁদের কষ্ট টাও কম নয়। তাইতো গরমের ছুটি সময়ের আগেই ঘোষণা করলো রাজ্য শিক্ষা দপ্তর।
একটি নির্দেশিকা জারি করল রাজ্য শিক্ষা দপ্তর। যেখানে স্পষ্টতই জানানো হয়েছে, আগামী সোমবার অর্থাৎ ২২/০৪/২০২৪ থেকে স্কুল ছুটির কথা বলা হয়েছে। প্রয়োজনে শিক্ষক -শিক্ষিকা দের বিদ্যালয়ে আসতে হতে পারে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ কে। আরও জানানো হয়েছে ছুটির জন্য পড়ুয়াদের যে ঘাটতি হবে তা, অতিরিক্ত ক্লাস করিয়ে শেষ করতে হবে।
জানা গেছে আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে গ্রীষ্মের ছুটি হওয়ার কথা ছিল, অতিরিক্ত তাপপ্রবাহের জন্যই এই ছুটি এগিয়ে ২২ তারিখ থেকে করা হলো। তবে উত্তবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার স্কুল গুলো এই ঘোষণার বাইরে থাকবে। এই দুই জেলায় যে একাডেমিক সময়সূচি ছিল, আপাতত সেটাই থাকবে, যতদিন না পরবর্তী আদেশ মিলছে পুনরায়।
Be the first to comment