হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃতদেহের ময়নাতদন্ত-রিপোর্ট সামনে এলো। গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছেন চিকিৎসকরা। পুলিশ এবং রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, এই ধরনের ঘটনা আত্মহত্যার ক্ষেত্রে হয়ে থাকে। তবে, আত্মহত্যার কারণ প্রসঙ্গে মুখ খুলতে চাইছে না পুলিশ।
পুলিশের একাংশের দাবি, বিভিন্ন জায়গা থেকে ব্যবসার জন্য দেনা করেছিলেন বিধায়ক। সময়মতো ঋণ মেটাতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ৷ সেইকারণে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। যে দু’জন ব্যক্তির নাম সুইসাইড নোটে লেখা রয়েছে তাদের খোঁজ করছে পুলিশ ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পিছনে আসল সত্য জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, ‘‘দেবেন্দ্রনাথবাবুর ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী গলায় ফাঁসের কারণে তাঁর মৃত্যু হয়েছে।’’
হেমতাবাদ থেকে গতকাল বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ বাড়ি থেকে কিছু দূরে একটি দোকানের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানায় বিজেপি। ঘটনায় CBI তদন্তের দাবি তোলেন দলীয় নেতৃত্ব।
Be the first to comment