গুজরাট থেকে ভোট দিয়ে গেলেন নরেন্দ্র মোদী, গণতন্ত্রকে শক্তিশালী করার আর্জি জানিয়েছেন..

Spread the love

রোজদিন ডেস্ক :- গুজরাতের গান্ধীনগর আসনের আমদাবাদে মঙ্গলবার সকালে ভোট দিলেন নরেন্দ্র মোদী। এবারও প্রধানমন্ত্রী ভোটারদের বেশি সংখ্যায় ভোটদানের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, “আমি দীর্ঘদিন এই এলাকার ভোটার। এখানে বিজেপির প্রার্থী অমিত ভাই।” কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রধানমন্ত্রী অমিত ভাই বলে সম্মোধন করেন।
ভোটের দিনে প্রকাশ্যে প্রার্থীর নাম মুখে আনা নির্বাচনী বিধিভঙ্গ কিনা তা নিয়ে কারও কারও প্রশ্ন আছে। যদিও বিরোধী দল বা প্রার্থীরা কেউ আপত্তি তোলেলনি এই নিয়ে।
মঙ্গলবার ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী অবশ্য অমিত ভাই প্রসঙ্গের উল্লেখ করেননি। তিনি ভোটদানের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আর্জি জানিয়েছেন। ভোট দেওয়ার পর একই আর্জি জানিয়েছেন গান্ধীনগরের প্রার্থী অমিত শাহ’ও।
মঙ্গলবার কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৪টি আসনে ভোট নেওয়া হচ্ছে। মঙ্গলবার তারকা প্রার্থীদের মধ্যে অমিত শাহ ছাড়াও আছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলহে, বাংলায় সিপিএমের রাজ্য সম্পাদক তথা দলের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*