গুজরাট ভোটের প্রথম তালিকা প্রকাশ বিজেপির

Spread the love

হাতে গোনা আর মাত্র কয়েকটা সপ্তাহ বাকি। চলতি বছরের ৯ ও ১৪ ডিসেম্বর দু দফায় গুজরাট বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। আর তার মধ্যেই শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করল গুজরাটের শাসকদল বিজেপি। তবে ১৮২ আসনের মধ্যে মাত্র ৭০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তারা। প্রথম তালিকায় নাম রয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী বিজয় রূপানির। রাজকোট পশ্চিম আসন থেকে ভোটে লড়বেন তিনি। অন্যদিকে, উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল লড়ছেন মেহসানা আসন থেকে। সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাঘবজি প্যাটেল, ধর্মেন্দ্রসিং জাদেজা, সিকে রাওলজি, মানসিং চৌহান ও রামসিং পারমারের মত বিধায়করাও রয়েছেন। ৭০ জনের তালিকায় তাদের নামও রয়েছে। ভোটের ফল ঘোষনা হবে ১৮ই ডিসেম্বর। গুজরাট কার দখলে যাবে তা সময়ই বলবে, কিন্তু কংগ্রেস যে বিজেপিকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেবেনা তা কিন্তু পরিষ্কার। তবে দেরী করে প্রার্থী তালিকা প্রকাশ করায় বিজেপির আত্মবিশ্বাস নিয়ে উঠছে প্রশ্ন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*