গোটা দেশে ছাত্রসমাজ এনআরসি বিরোধী আন্দোলনে সামিল হয়েছে আমরা তাদের সমর্থন করব; মমতা

Spread the love

গতকাল পুরুলিয়াতে এনআরসি বিরোধী আন্দোলনে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি ছাত্রসমাজের পাশে থাকার অঙ্গিকার করে আওয়াজ তোলেন।

তিনি বলেন, গোটা ছাত্র সমাজ এই আন্দোলনের সাথে যুক্ত। ওদেরকেও ভয় দেখানো হচ্ছে। ১৮ বছর হলে ছাত্ররা ভোট দিতে পারে, কিন্তু তাদের মতামত প্রকাশ করতে পারেনা ? এটা কি রকম গণতন্ত্র? আজ ওরা দেশের গণতন্ত্রকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। কারোর জীবনের নিরাপত্তা নেই। যে কোনদিন সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবে।

তিনি আরোও বলেন, ভারতে ১৩০ কোটি নাগরিকের মধ্যে যদি ১ হাজার লোকের নাগরিকত্ব দেওয়া হয় তাহলে বাকিরা কি করবে? আমরা সবাই নাগরিক। আজ স্বাধীনতার পরেও সবাইকে ভাবতে হচ্ছে আমরা নাগরিক কিনা এর থেকে লজ্জার কিছু নেই।

এদিন মমতা বলেন, জামিয়া মিলিয়া, আইআইটির ছাত্রদের ভয় দেখানো হচ্ছে, হোস্টেল বন্ধ করে দিয়েছে। ছাত্র সম্প্রদায় তাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাবে। আমরা তাদের সম্পূর্ণ সাহায্য করব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*