রোজদিন ডেস্ক :-বিক্ষোভের মুখে পরলেন পাঁচ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অন্যান্য দিনের মতোই শনিবারও ভোটের প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।
প্রশ্ন উঠছে, আগে বহরমপুরে এরকম পরিস্থিতিতে পড়তে হয়নি অধীর চৌধুরীকে, এখন কেন বারবার এরকম পরিস্থিতি তৈরী হচ্ছে, তাহলে কি চৌধুরী বাবুর ক্ষমতা হ্রাস পাচ্ছে? এক্ষেত্রে কংগ্রেস দাবি করছে তৃণমূল রাজনৈতিক ভাবে তাঁদের সঙ্গে পেরে উঠছেনা বলেই সরাসরি আঘাত করার চেষ্টা করছে।
শনিবার নওদায় নির্বাচনী প্রচারে বেরিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। সেখানেই তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টার এর নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমুল কর্মীরা। “গো – ব্যাক” স্লোগান দেয় তাঁরা।হাবিব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমুল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের আত্মীয়।
অধীরের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমুল সমর্থকরা। তাদের কথা অনুযায়ী ৫ বছরে নওদায় কোনো উন্নতি হয়নি, অপরদিকে কংগ্রেস কর্মীরাও পাল্টা আক্রমণ করতে থাকে। এভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই উত্তেজনা সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয় পুলিশ বাহিনীকে।
Be the first to comment