গড়ালো ট্রেনের চাকা; প্রায় সাড়ে ৭ মাস পরে আবার চলল লোকাল ট্রেন

Spread the love

মাঝে মহামারী করোনা! প্রায় সাড়ে ৭ মাস পর রাজ্যে চালু হল লোকাল ট্রেন পরিষেবা। খুশির আমেজ মানুষের মধ্যে। রোজের কর্মে নতুন ছন্দে জনজীবন।

রেল সূত্রে খবর, আজ থেকে প্রতিদিন দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল মিলিয়ে রাজ্যে ৬৯৬টি লোকাল চলবে। যার মধ্যে শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি ট্রেন। হাওড়া ডিভিশনে ২০২টি ও খড়গপুর ডিভিশনে ৮১টি লোকাল ট্রেন চলবে।

প্রতিদিন ভোর ৫টা নাগাদ শুরু হবে ট্রেন চলাচল। দিনের শেষ ট্রেন চলবে রাত ১১টার আশেপাশে। সকাল থেকে এখনও অবধি খুব একটা ভিড় চোখে পড়েনি। যাত্রীরা এখনও পর্যন্ত কোভিড প্রোটোকল মেনেই ট্রেনে চড়েছেন। মাস্ক পরেছেন। রয়েছেন আরপিএফ, রাজ্য পুলিশের কর্মীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*