চলতি মাসে ৪ জন পর্যটকের মৃত্যুতে নড়েচড়ে বসল প্রশাসন

Spread the love

চলতি মাসে ৪ জন পর্যটকের মৃত্যুতে নড়েচড়ে বসল প্রশাসন। দিঘা সহ তাজপুর, মন্দারমনি, উদয়পুর সমুদ্র সৈকতে দুর্ঘটনা আটকাতে সৈকত থেকে সমুদ্রের একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিরাপত্তা গন্ডি টানতে চাইছে সরকার। সৈকত থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সমুদ্রের জলের ওপরে হলুদ রংয়ের বড় বড় বেলুন বসানো থাকবে। আয়তন প্রায় কুড়ি ফুট। দিঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি এই প্রকল্প হাতে নিয়েছে। বেলুনগুলিতে হওয়ার বদলে থার্মোকল ভরে রাখা হবে যাতে জলের উপর বেলুন গুলি সঠিক ভাবে ভাসতে পারে এবং অন্য কোনওভাবে বেলুন ফুটো হয়ে গেলে সমস্যা না হয়। প্রতিটি বেলুনে সতর্কতামূলক নির্দেশিকা থাকবে এবং সেটা টপকে যদি কোন পর্যটক এগিয়ে যান তাহলে তাকে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। প্রতিটি বেলুনের জন্য খরচ হবে ৩২ হাজার ৯৫০ টাকা। এরকম মোট ৪৫ টি বেলুন ব্যবহার করা হবে এই সমুদ্র সৈকতগুলিতে। মোট খরচ প্রায় ১৫ লক্ষ টাকা। নজরদারি চালাতে কোস্টাল থানাগুলিতে দেওয়া হচ্ছে আধুনিক বাইনোকুলার, উদ্ধার কাজের জন্য উন্নতমানের লাইফজ্যাকেট, নাইটভিশন, সার্চলাইট, হ্যান্ড মাইক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*