আজ সপ্তমী, এদিকে মেঘলা আকাশ। মাঝে মাঝে বৃষ্টির ঘনঘটা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়েছে। এখন নিম্নচাপ সাগর দ্বীপ থেকে ৬০ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে অবস্থান করেছে। আজ দুপুরে নাগাদ নিম্নচাপ সাগরদ্বীপ ও সুন্দরবনের মধ্যে অবস্থান করবে।
অষ্টমী পর্যন্ত শহরে বৃষ্টির সম্ভাবনা। আজ সকাল থেকেই দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি। নিম্নচাপের জেরে সপ্তমীতে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
Be the first to comment