আজ ন্যাশনাল রিক্রুটিং এজেন্সি গঠনের প্রস্তাবে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কম্পিউটারের মাধ্যমে দেশ জুড়ে হবে কমন এলিজিবিলিটি টেস্ট। কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রায়ত্ত সংস্থার নন গেজেটেড পদগুলিতে কর্মী নিয়োগের কাজ করবে ওই সংস্থা।
প্রধানমন্ত্রী টুইটে বলেন, “কোটি কোটি যুবক-যুবতীর কাছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি হয়ে উঠবে আশীর্বাদস্বরূপ। কমন এলিজিবিলিটি টেস্ট হলে আর মাল্টিপল টেস্ট প্রয়োজন হবে না। তাতে অনেক সময় বাঁচবে। নিয়োগের প্রক্রিয়াও হবে আরও স্বচ্ছ।”
Be the first to comment