৪টি বিধানসভায় উপনির্বাচন, ৩টিতেই বড় মার্জিনে এগিয়ে বিজেপি, চিন্তার ভাঁজ পড়েছে শাসকদলের কপালে..

Spread the love

রোজদিন ডেস্ক :- ১০ জুলাই রাজ্যের ৪ আসন বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন। লোকসভা ভোটের নিরিখে এই চারটি বিধানসভার মধ্যে তিনটিতেই বিরাট মার্জিনে এগিয়ে আছে বিজেপি। আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের শাসকদলের কপালে। লড়াই যে সমানে-সমানে হবে, তা ভালোই বুঝছেন শাসকদল।

২৪এর লোকসভা ভোট এ ওই ৪টি কেন্দ্র মোট কত ভোট পেয়েছিল একবার দেখে নেওয়া যাক।

রায়গঞ্জে একুশের নির্বাচনে কেন্দ্র থেকে জয় লাভ করেছিলেন বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। চব্বিশের লোকসভা ভোটে রায়গঞ্জ বিধানসভায় বিজেপির মোট প্রাপ্ত ভোট – ৯৩৪০২ এবং তৃণমূলের ছিল ৪৬৬৬৩ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ৪৬ হাজারেরও বেশি।
তেমনই রানাঘাট দক্ষিণে একুশের নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী জয় লাভ করেন। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে রানাঘাট বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট ছিল ১২৩৫৬৮। তৃণমূলের ভাগে গিয়েছে ৮৬৬৩২ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ৩৬ হাজারেরও বেশি।
এরপর আসি বাগদা যেখানে একুশের নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস জয় লাভ করেছিলেন।পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে বাগদা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট ছিল ১১২৭০৪। আর তৃণমূলের ভাগ্যে আসে ৯২০৯০ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ২০ হাজারেরও বেশি।
এবং সবশেষে আসি মানিকতলা যেখানে একুশের নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জয় লাভ করেছিলেন তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। তাঁর মৃত্যুতে এই আসন এখন বিধায়কশূন্য হয়েছে। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে মানিকতলা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৬২৩৮৯। এবং তৃণমূলের ভাগে গিয়েছে ৬৬৯৬৪ ভোট। অর্থাৎ এই কেন্দ্রে তৃণমূলের লিড মাত্র ৩ হাজার।

শুক্রবার এই চার কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল শাসকদল। রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। মানিকতলায় টিকিট দেওয়া হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে আর বাগদায় প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*