ত্রিপুরা দখল করেছে বিজেপি, আর তারপরেই রাজ্যজুড়ে সন্ত্রাস চালাচ্ছে শাসক দল৷ শনিবার এমনটাই দাবি করলো বিরোধী দলগুলি৷ সন্ত্রাসের জেরেই চারিলাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করলো সিপিএম৷
উল্লেখ্য, চারিলাম বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী ছিলেন রমেন্দ্র নারায়ন দেববর্মা৷ কিন্তু নির্বাচনী প্রচার চালানোর সময় গত ১১ ফেব্রুয়ারি মৃত্যু হয় তার৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রমেন্দ্র নারায়ন৷ তাই ওই কেন্দ্রে নির্বাচনের দিন স্থির হয়েছিল আগামী ১২মার্চ৷ তবে ত্রিপুরার রাজ্য কমিটির বৈঠকে হয় সিপিএম প্রার্থী তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ ত্রিপুরায় জেতার পর থেকে রাজ্যজুড়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে বিজেপি৷ সিপিএম পার্টি অফিসে হামলা চালানো হয়৷
প্রসঙ্গত, শুক্রবারই অসম রাইফেলস গ্রাউন্ডে শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ সেই মঞ্চেই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জিষ্ণু দেবনাথ৷ তিনিই চারিলাম বিধানসভা কেন্দ্রে বিজেপি পদপ্রার্থী ছিলেন।
Be the first to comment