চালতাবাগান সার্বজনীনের খুঁটিপুজো

Spread the love

সুমিত ভট্টাচার্য, কলকাতা  :

বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ হল দুর্গাপুজো। আবহমান কাল ধরে দুর্গোৎসব বিশ্বের দরবারে বাংলা তথা বাঙালির গৌরব বৃদ্ধি করেছে। সম্প্রতি ইউনেস্কোর ইনট্যানজিবল হেরিটেজ এর স্বীকৃতি পেয়েছে কলকাতার দূর্গাপুজো। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার দুর্গাপূজা গুলির মধ্যে অন্যতম চালতাবাগান সার্বজনীনের দুর্গাপুজো। বৃহস্পতিবার সন্ধ্যায় চালতাবাগান সার্বজনীনের খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। এবার তাদের পুজো ৮০ তম বর্ষে পদার্পণ করল। কলকাতার ডি. এল. রায়. স্ট্রীটের চালতাবাগান সার্বজনীনের এবারের দুর্গাপুজোর থিম “অন্তরলোক”। এদিন সন্ধ্যায় খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস শূর, কলকাতা প্রেসক্লাবের সম্পাদক তথা চালতাবাগান সার্বজনীন দূর্গাপুজোর প্রধান পৃষ্ঠপোষক কিংশুক প্রামাণিক, বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, পুজোকমিটির সাধারণ সম্পাদক মৌসম মুখার্জি সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সাংবাদিক সুমন ভট্টাচার্য বলেন “যে পুজোর পিছনে দাঁড়িয়ে থাকে দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ি, সেই পুজোর যে কোনও কিছুতে আসতে পারা তৃপ্তি দেয়”। চালতাবাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটির সাধারণ সম্পাদক মৌসম মুখার্জি জানান এবারে তাদের পুজোর থিম “অন্তরলোক”।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*