চিদম্বরমের সঙ্গে দেখা করতে তিহার জেলে মনমোহন-সোনিয়া, দিলেন পাশে থাকার বার্তা

Spread the love

দিল্লির তিহার সংশোধনাগারে কংগ্রেস নেতা পি চিদম্বরমের সঙ্গে দেখা করলেন মনমোহন সিং ও সোনিয়া গান্ধী। INX মিডিয়া মামলায় দূর্নীতির অভিযোগে ৫ সেপ্টেম্বর থেকে সেখানেই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন চিদম্বরম। এদিকে কংগ্রেসের শীর্ষ নেতাদের এভাবে চিদম্বরমের সঙ্গে দেখা করতে যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস প্রথম থেকেই চিদম্বরমের গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করে এসেছে। সোমবার দেখা করার মাধ্যমে কার্যত চিদম্বরমের পাশে থাকার বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী।

উল্লেখ্য, গত সপ্তাহে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও আহমেদ প্যাটেলও তিহার জেলে গিয়ে দেখা করেছিলেন চিদম্বরমের সঙ্গে। সোনিয়া ও মনমোহন দেখা করতে যাওয়ায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন চিদম্বরম। এনিয়ে চিদম্বরমের পরিবারের তরফে তাঁর টুইটার হ্যান্ডেল থেকে টুইট করা হয়। সেই টুইটে লেখা হয়েছে, আমার পক্ষ থেকে পরিবারকে বলেছি টুইট করতে। সোনিয়া গান্ধী ও মনমোহন সিং আমার সঙ্গে দেখা করতে আসায় আমি সম্মানিত। কংগ্রেস দল যেমন দৃঢ় ও সাহসী, আমিও তেমনই দৃঢ় ও সাহসী থাকব। সোনিয়া ও মনমোহনের দেখা করার প্রসঙ্গে চিদম্বরম পুত্র কার্তি বলেন, সোনিয়া গান্ধী আমায় বলেছেন আমরা একসঙ্গে আছি। বাবাকেও একই বার্তা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর চিদম্বরমের বিচারবিভাগীয় হেফাজত ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছিল সিবিআই-এর বিশেষ আদালত। ৫ সেপ্টেম্বর থেকে তিহার জেলে রয়েছেন চিদম্বরম। এর আগে ১৫ দিন সিবিআই হেফাজতেও কাটিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন। এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে না কি বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া। যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সেই অভিযোগ অস্বীকার করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*