চৈতন্যের মূর্তি নিয়ে তমলুক পরিক্রমা শুভেন্দুর

Spread the love

একেবারে অন্য রূপে দেখা গেল তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে। স্মরণে চৈতন্য আর ভাষণে রামরাজ্য। এই দুইয়ের মেলবন্ধনেই বুধবার শহর পরিক্রমা সারলেন তিনি। ৫১২ বছর আগে তমলুক শহরে পা রেখেছিলেন চৈতন্যদেব। সেই উপলক্ষ্যে মহাপ্রভু মন্দির কর্তৃপক্ষ চৈতন্যদেবের বিশাল মূর্তি নিয়ে শহর পরিক্রমার আয়োজন করেছিল। সেই পরিক্রমাতেই অগণিত ভক্তের সঙ্গে পা মেলালেন শুভেন্দু অধিকারী।

পদব্রজে এদিন তমলুকের রাখাল মেমোরিয়াল এলাকা থেকে পার্বতীপুরের মহাপ্রভু মন্দির পর্যন্ত যান শুভেন্দু। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষকে উদ্দেশ্য করে হাতও নাড়তে দেখা যায় তাঁকে। হাঁটতে হাঁটতেই সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, হলদিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী। জাতির জন্য শিল্পের নতুন দিক উন্মোচিত করবেন তিনি। শিল্পায়নের ক্ষেত্রে রাজ্য তথা গোটা দেশের কাছে যা বড় খবর।

পাশাপাশি শুভেন্দু এও বলেন, এই মিছিল থেকে রাজনৈতিক কোনও মন্তব্য তিনি করবেন। যদিও তারপরেই তাঁর গলায় উঠে আসে রামরাজ্য প্রসঙ্গ। তিনি বলেন, আমি ভগবানে বিশ্বাসী। যা হচ্ছে, সবকিছু দেখছেন শ্রী রামচন্দ্র। যাঁরা বিতর্ক করছেন তাঁরা হারিয়ে যাবেন। অপেক্ষা করুন, আসন্ন বিধানসভা ভোটে সব পরিষ্কার হয়ে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*