ছত্রধর মাহাতো সহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড খারিজ করল কলকাতা হাইকোর্ট। ২০০৯ সালে কাঁটাপাহাড়ি বিস্ফোরণ মামলায় ছত্রধর মাহাতো, সাগুন মুর্মু, শম্ভু সরেন, সুখশান্তি বাস্কে, প্রসূন চট্টোপাধ্যায় এবং রাজা সরখেলকে গ্রেফতার করা হয়েছিল। এদের বিরুদ্ধে অভিযোগ ছিল ষড়যন্ত্র, বেআইনি অস্ত্র রাখা এবং দেশদ্রোহিতার মামলা রুজু করা হয়েছিল।
আজ বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি মুমতাজ খান ও জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চ এঁদের শাস্তির মেয়াদ কমিয়ে ১০ বছর করে দেন।
বিচারপতিরা বলেন, ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ করার কোনও বাস্তব ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। তাই বেকসুর খালাস করে দেওয়ার রায় দেওয়া হয়৷
Be the first to comment