জটিল পরিস্থিতির মধ্যেও মমতা দক্ষ হাতে রাজ্যে দল ও সরকার চালাচ্ছেন; প্রণব মুখার্জী

Spread the love

আমতার সম্প্রীতি উৎসবে হাজির হয়ে আবেগে ভাসলেন প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বহুবছর পর নিজের ফেলে আসা কর্মস্থানে এসে তিনি অত্যন্ত খুশী হলেন। ১৯৫৭ সালে প্রণব বাবু এই স্কুলেই শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। এবং সেই সময় তিনি তাজপুরে চক্রবর্তী বাড়িতে থাকতেন। গতকাল আমতা সম্প্রীতি উৎসবে হাজির হয়ে তিনি আমতা এম.এন.রায় উচ্চবিদ্যালয়ের শত বার্ষিকীতে স্মারক গেট ও এই স্কুলের প্রতিষ্ঠাতা মহেন্দ্রনাথ রায়ের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন।

তিনি বলেন রাজ্যে যখন অত্যন্ত জটীল পরিস্থিতি তখন মমতা অত্যন্ত দক্ষ হাতে দল ও সরকার চালাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়ষী প্রশংসা করে তিনি বলেন মমতা দারুণ কাজ করছেন রাজ্যে। এছাড়াও তিনি বলেন শিক্ষকতা আমার খুব ভালো লাগে। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন স্কুল পরিচালন সমিতির সভাপতি ও আমতা সম্প্রীতি উৎসবের সম্পাদক সুকান্ত পাল। এছাড়াও উপস্থিত ছিল আমতা সম্প্রীতি উৎসবের সভাপতি বিধায়ক পুলক রায়, বিধায়ক নির্মল মাঝি, সমীর পাঁজা সহ অনেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*