জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনুমোদন কেন্দ্রের

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বহু প্রতীক্ষিত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ গঠন অনুমোদন করলো কেন্দ্রীয় সরকার। উত্তরবঙ্গের চারটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার পড়বে সার্কিট বেঞ্চের আওতায়। এবার শুধু রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা।

উল্লেখ্য, ১৯৮৮ সালে কলকাতা হাইকোর্টের পুরো বেঞ্চ জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ বানানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এতদিন কেন্দ্রীয় সরকার তা অনুমোদন করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতায় আসার পরেই ওই সার্কিট বেঞ্চ গঠনের জন্য সচেষ্ট হন। কিন্তু তা সম্ভব হয়নি। বেঞ্চ চালু হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। তারা এর জন্য প্রয়োজনীয় অনুমোদন দেয়নি। তবে হঠাৎ কী কারনে এখন অনুমোদন দিলো কেন্দ্রীয় সরকার? কারন ভোট যে বড় বালাই।

আর কেন্দ্রীয় মন্ত্রীসভার এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বিভিন্ন প্রশ্ন। এই সিদ্ধান্তকে ভোটের রাজনীতি বলেও কটাক্ষ করেছে রাজনৈতিক মহলের একাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*