জলবায়ু পরিবর্তনের মতো কঠিন চ্যালেঞ্জ পেরোনোর জন্য আমরা যা করছি তা যথেষ্ট নয়ঃ নরেন্দ্র মোদী

Spread the love

ভিডিও সৌজন্যে- (পিএমও ইন্ডিয়া)

স্বাধীনতা দিবসে ঘোষণা করেছিলেন, ২০২২ সালের মধ্যে ১৭৫ গিগাওয়াট অজীবাশ্ম জ্বালানি উৎপাদন করবে ভারত। আর পরবর্তীতে তা বাড়িয়ে ৪৫০ গিগাওয়াট করার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। আর সেখানেই জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ববাসীর চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মোদী বলেন, আমাদের স্বীকার করতেই হবে জলবায়ু পরিবর্তনের মতো কঠিন চ্যালেঞ্জ পেরোনোর জন্য আমরা যা করছি, তা যথেষ্ট নয়। তাই আগামীদিনে আরও কাজ করার আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, জলবায়ু পরিবর্তন আটকাতে আরও কাজ করতে হবে। লোভ নয়, প্রয়োজনীয়তা হল আমাদের পথ প্রর্দশক নীতি। সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ভারত। নরেন্দ্র মোদীর আশা, ভারতের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক স্তরে প্লাস্টিক বর্জনে সচেতনতা গড়ে তুলবে। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারত এখানে শুধু কথা বলতে আসেনি, বরং রোডম্যাপ দিচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ভারত ও চিনকে সেই সিদ্ধান্তের জন্য দায়ি করেছিলেন ট্রাম্প ৷ আর সোমবার মোদী যখন কথাগুলি বলছিলেন, কিছুটা অপ্রত্যাশিতভাবেই তখন সেখানে হাজির হয়েছিলেন ট্রাম্প ৷

এদিন কী বললেন মোদী?

শুনুন!


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*