জাতীয় ঐক্যের মঞ্চ হয়ে উঠুক রাম মন্দিরের ভূমি পুজোঃ প্রিয়াঙ্কা গান্ধী

Spread the love

রাম মন্দিরের ভূমি পুজো জাতীয় ঐক্যের মঞ্চ হয়ে উঠুক ৷ রাম মন্দির শিলান্যাস অনুষ্ঠান নিয়ে জারি করা বিবৃতিতে এমনই দাবি করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ৷ বুধবার রাম মন্দিরের ভূমি পুজোর আগেই এই বিবৃতি জারি করলেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা ৷ একই সঙ্গে বুঝিয়ে দিলেন রাম মন্দির নির্মাণের বিরোধিতা না করলেও সর্বধর্মকে নিয়েই চলার পক্ষে কংগ্রেস ৷

কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এদিন প্রিয়াঙ্কা গান্ধীর এই বিবৃতি পাঠ করেন৷ ট্যুইটারেও নিজের বিবৃতি প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা ৷ ট্যুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সরলতা, সাহস, ত্যাগ, সংযম, প্রতিশ্রুতি রক্ষাই রাম নামের মূল কথা৷ রাম সবার মধ্যে রয়েছেন, রাম সবার সঙ্গে রয়েছেন ৷ ভগবান রাম এবং সীতা মায়ের কৃপায় রাম মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠান রাষ্ট্রীয় একতা, বন্ধুত্ব এবং সাংস্কৃতিক সমাগমের ক্ষেত্র হয়ে উঠুক ৷

প্রিয়াঙ্কা আরও লিখেছেন, ‘ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিতে শ্রীরাম, সীতা মা এবং রামায়ণের চিরকালীন ছাপ রয়েছে৷ আমাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় স্মৃতিতে রামায়ণের কাহিনি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*