রোজদিন ডেস্ক :- বেআইনি টাকা লেনদেন তথা মদ কেলেঙ্কারি কাণ্ডে শেষমেশ জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার এ ব্যাপারে দিল্লির নিম্ন আদালতে শুনানি ছিল। রাউজ আভেনিউ কোর্টের অবসরকালীন বেঞ্চের বিচারক এই রায় দিয়েছেন।
লোকসভা ভোটের ঠিক আগে গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। তাঁকে তিহাড় জেলে বন্দি করার পর আম আদমি পার্টির নেতারা বারবার অভিযোগ করেছিলেন যে কেজরিওয়ালের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। তাঁকে ওষুধপত্র দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীর ওজন কমে গেছে।
তবে মে মাসে ভোটের মধ্যেই জামিন পান কেজরিওয়াল। কিন্তু সুপ্রিম কোর্টের শর্ত অনুযায়ী ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়। বৃহস্পতিবার শুনানির সময়ে ইডির তরফে বলা হয় যে, মদ কেলেঙ্কারি কাণ্ডে কেজরিওয়াল ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছেন। সেই টাকা আম আদমি পার্টি গোয়ায় ভোট প্রচারে খরচ করেছে।
এই জামিনের বিরোধিতা করেছিল ইডি। আদালতের কাছে জামিন বন্ডে সই করার আগে ৪৮ ঘণ্টা সময় চাওয়া হয়েছিল। কিন্তু সেই সময় দিতে রাজি হয়নি আদালত।
Be the first to comment