প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার মন কী বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহত্মা গান্ধী, লালবাহাদুর শাস্ত্রী, রামমনোহর লোহিয়া, চরণ সিং এবং দেবীলালের অবদানের কথা মনে করিয়ে দেন৷ তিনি বলেন কৃষি ক্ষেত্রে যে বিপুল উন্নতি হয়েছে তার পেছনে এঁদের বিপুল অবদান আছে৷ ভারতীয় অর্থনীতিতে তাঁদের অবদান কখনই ভোলা সম্ভব নয়৷ প্রধানমন্ত্রী আরও বলেন জীবনে উন্নতি করতে হলে, বড় হওয়ার স্বপ্ন দেখতে হলে আভিজাত বা ধনী পরিবারেই জন্মাতে হবে তার কোনও মানে নেই৷ তার জন্য নিরলস পরিশ্রম করতে হবে৷ মনের জোর ও অদম্য উদ্দম দিয়েই যাবতীয় প্রতিকূলতা জয় করা সম্ভব৷ নমো বলেন পরিশ্রমের বিকল্প কিছু নেই। দেশের তরণ প্রজন্মের কাছে বাবা সাহেব হলেন সব থেকে বড় উদাহরণ ও অনুপ্রেরণা৷ পাশাপাশি মোদী বলেন, জীবনের চলার পথে সব সময়েই আম্বেদকরের আদর্শ তাঁরও পাথেয়৷
আজকের ভারত আম্বেদকরের ভারত৷ আম্বেদকরের জন্মজিন উপলক্ষে আগামী ১৬ এপ্রিল-৫ মে গ্রাম-স্বরাজ অভিযান পালিত হবে, উদ্দেশ গ্রামোন্নতি, দারিদ্র-দূরীকরণ, সামাজিক সুশাসন প্রতিষ্ঠা করা৷ প্রধানমন্ত্রী জনগণের কাছে আবেদন করেছেন সবাই যাতে এই যাত্রার সহযাত্রী হন৷ আজকের মেক ইন ইন্ডিয়াই বাবা সাহেবের জীবনের অন্যতম স্বপ্নের বর্হিপ্রকাশ৷ তাঁর স্বপ্ন ছিল শিল্পক্ষেত্রে দুরন্ত উন্নতি, প্রবল বেগে উন্নতি সাধন করা৷ এর জন্য দরকার ব্যাঙ্ক ব্যবস্থাকে শহর কেন্দ্রীক করে তোলা৷ এ সবই তাঁর মস্তিষ্ক প্রসূত৷
সবশেষে প্রধানমন্ত্রী বলেন, গান্ধীজির মতো লক্ষ অবিচল রেখে সামনে এগিয়ে যেতে হবে৷ লালবাহাদুর শাস্ত্রীর মত কৃষিক্ষেত্রে পরিকাঠামো গঠনে জোর দিতে হবে, লোহিয়ার মতো গড়ে তুলতে হবে জন সচেতনতা৷ স্মরণ করিয়ে দেন ১৯৬৯ এর চরণ সিং তাঁর ভাষণে জনগণের কাছে আবেদন করেন যাতে কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করা হয়৷
Be the first to comment