জেএনইউয়ের ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। একের পর এক নিন্দা জানিয়েছেন সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সমন্বয় রক্ষা কারী কমিটির আহ্বায়ক শুভঙ্কর সরকার বলেন, “এমন অবস্থা স্মরণাতীত কালে তৈরি হয়নি। দীর্ঘ দিন রাজ্য স্তর থেকে শুরু করে জাতীয় স্তর পর্যন্ত ছাত্র রাজনীতির আঙিনায় ছিলাম আমি। সেই সূত্রে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়(JNU) -এর NSUI ইউনিটের ইনচার্জের দায়িত্বও সামলাতে হয়েছে আমাকে। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, রাজনৈতিক বিতর্ক চলত সেখানে; বিভিন্ন ছাত্র সংগঠনগুলির ‘POLTICAL DISCOURSE ‘ সেখানে কখনো সুস্থ রাজনৈতিক পরিবেশের পরিপন্থী হয়নি।
তিনি বলেন, গতকাল যে ঘটনা ঘটলো JNU ‘র বুকে, তা এ মুহূর্তের ভারতবর্ষে কোনো নিরবচ্ছিন্ন ঘটনা নয় বরং ধারাবাহিক আতঙ্ক ও ভয়ের পরিবেশের একটা অংশ মাত্র। JNU র মাটি রক্তাক্ত, জামিয়া মিলিয়া রক্তাক্ত; শিক্ষাঙ্গন থেকে সমাজ-স্বদেশের প্রতিটি ক্ষেত্রেই আজ ফ্যাসিবাদের দাঁত-নখে রক্তক্ষরণ হচ্ছে মানবতার। তিনি বলেন, এ মুহূর্তে তাই আর অন্য কোনো ‘যদি’, ‘কিন্তু’র অবকাশ থাকতে পারে না; একজোট হয়ে এ দেশের মাটি থেকে ফ্যাসিবাদকে সমূলে উৎখাত করাই যে কোনো সুস্থ মানুষের আশু কর্তব্য বলে আমি মনে করি।
Be the first to comment