রোজদিন ডেস্ক :- সন্দেশখালি মামলায় হাইকোর্টের নির্দেশে জামিনে জেল থেকে ছাড়া পান মাম্পি দাস। তারপরেই আক্রমণ শানালেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে।
মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করে বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না। তৃণমূলকে ভোটে হারাবই।”
সন্দেশখালির পরপর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে এখন তোলপাড় রাজ্য-রাজনীতি। যে কটি ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে একটিতে এক মহিলাকে বলতে শোনা গেছে, “সাদা কাগজে সই করিয়ে পরে সেখানে ধর্ষণের অভিযোগ লেখানো হয়েছিল।”
মহিলার দাবি, এই কাজ তাঁকে দিয়ে করিয়েছিলেন মাম্পি দাস, যিনি সন্দেশখালির আন্দোলনের অন্যতম মুখ।
মাম্পি দাসের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়ার পরেই তাঁকে সন্দেশখালির পুলিশ ডেকে পাঠায়। পরে গ্রেফতার করা হয় তাঁকে। হাইকোর্টের নির্দেশের পর শনিবার দমদম জেল থেকে ছাড়া পান তিনি। বেরিয়েই বলেন,”সত্যমেব জয়তে।”
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রীতিমতো আক্রমণ শানিয়ে মাম্পি বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি যা করেছেন, এর শেষ দেখে ছাড়ব।”
Be the first to comment