আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলা বৃষ্টিতে ভাসবে। বাদ যাবে না শহর কলকাতাও- তাই হল।
আজ ভোর চারটে নাগাদ বৃষ্টি শুরু হয় কলকাতায়। বিশেষজ্ঞরা বলেছেন, উত্তর ভারত থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের দিক থেকে যাওয়া পুবালি হাওয়ার সংমিশ্রণেই এই বৃষ্টি। বৃষ্টির সঙ্গে যোগ্য সঙ্গত করছে ঝোড়ো হাওয়া আর বজ্রপাত। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও খবর পাওয়া গিয়েছে। শুক্রবার দিনভরই কনকনে ঠান্ডা থাকবে বৃষ্টির জেরে।
Be the first to comment