ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ই-টেন্ডার ডাকলো পূর্ত দপ্তর। প্রথম পর্যায়ে এই প্রকল্পের খরচ পড়বে ২০ কোটি টাকা। এই প্রকল্প শেষ করতে হবে দু বছরের মধ্যে। এই পর্যায়ে তিনতলা গ্রন্থাগার, তিনতলা ছাত্রদের অ্যাক্টিভিটি কেন্দ্র, ১০০ শয্যার তিনতলা ছাত্রাবাস, ১০০ শয্যার তিনতলা ছাত্রীবাস, তিনতলা অতিথিশালা ও দুতলা বিদ্যুৎ পরিষেবা কেন্দ্র ও কেয়ারটেকারের কোয়ার্টার করা হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ঘোষণার পর গতবছর ঝাড়গ্রাম-লোধাসুলি সড়কে ২৭.০২ একর জমিতে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাস করেন। প্রথম পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ে থাকবে পাঁচটি বিষয়। সেগুলি হল, কলা, সমাজ বিজ্ঞান, তথ্য বিজ্ঞান ও মিডিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বৃত্তিমূলক কোর্স।
Be the first to comment