বাংলার পরিস্থিতি নিয়ে টুইটারে খোলা চিঠি লিখলেন অখিলেশ যাদব

Spread the love

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যাগ্রহ ধর্নাকে সমর্থন করে মঙ্গলবার টুইটারে চিঠি লিখলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি লেখেন, বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা শুধুমাত্র প্রতিটি নাগরিকের চিন্তার বিষয় নয়, প্রতিটি রাজনৈতিক দলকেও ভাবতে বাধ্য করছে। একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষার আবেদনও জানালেন অখিলেশ। তিনি আরও লেখেন, দুটি ব্যক্তি ও মিডিয়ার একটি অংশ এই দেশকে ধ্বংস করার চেষ্টা করছে।

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে অখিলেশ লিখেছেন, একজন মহিলাকে জ্যোতি বসুর অফিস থেকে চুলের মুঠি ধরে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছিলো কারণ তিনি কয়েকজন ধর্ষকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও জেল হেফাজত চেয়েছিলেন। এই মহিলাই সেই জগদ্দল পাথরের মতো বসে থাকা কমিউনিস্ট সরকারকে ফেলে দেন। এই মহিলাই কৃষকরা যাতে জমি ফিরে পান, তার জন্য লড়াই করেছিলেন।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*