আজ হঠাৎই তৃণমূল কংগ্রেস এবং সাংসদ পদ ছাড়লেন দীনেশ ত্রিবেদী। তারপর তিনি বললেন, ‘‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলে যোগ দিয়েছিলাম। এখন দল মমতার হাতে নেই।’’ পাশাপাশি নিজের টুইটার হ্যান্ডলের প্রোফাইল-ব্যানার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও সরিয়ে ফেললেন দীনেশ ত্রিবেদী।
তারপর তিনি বললেন, ‘‘রাজনীতি ছাড়ার প্রশ্নই আসে না। তবে এখন নিজের সঙ্গে যোগ খুঁজব। তার পর দেখা যাবে। আমি যে দলে ছিলাম, সেটা রাজনৈতিক নেতৃত্বের বদলে চলে গিয়েছিল বাণিজ্যিক সংস্থার হাতে। তেমন করে তো দল চলে না। যাদের রাজনীতি অ আ ক খ জানা নেই, তাঁরা দল চালাবে কী করে?’’
তবে এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘দীনেশ ত্রিবেদী ভাল মানুষ। খারাপ পার্টিতে ফেঁসে গিয়েছিলেন। এখন মুক্তি চাইছেন। তৃণমূলে যে কয়েকজন ভদ্রলোক আছেন, আমার মনে হয় তাঁরাও ছেড়ে চলে যাবেন।’’
Be the first to comment