মেমের পাল্টা ট্যুইট করে বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেতা পরেশ রাওয়াল৷ পরে পরিস্থিতি বেগতিক দেখে ট্যুইটার থেকে বিতর্কিত ট্যুইটটি সরিয়ে নিয়ে ক্ষমা চেয়ে নেন পরেশ রাওয়াল। প্রধানমন্ত্রীকে নিয়ে যুব কংগ্রেসের কুরুচিকর টুইটের জবাবে বুধবার পরেশ রাওয়াল একটি টুইট করেন। তিনি লেখেন, ‘‘আমাদের চা-ওয়ালা তোমাদের বারওয়ালার থেকে অনেক ভালো’’। এরপর খুব বেশি সময় লাগেনি। ট্যুইট ঘিরে শুরু হয় প্রবল বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচিত হওয়ার পর শেষমেষ ট্যুইটটিই মুছে দেন অভিনেতা। পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়ে নেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার যুবা দেশের অফিসিয়াল ওয়েবসাইটে মোদীকে বিদ্রুপ করে একটি পোস্ট করা হয়। যে ছবিতে মোদীর সঙ্গে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-কে। ছবিটিতে দেখা যাচ্ছে মোদী ট্রাম্প ও টেরেসা মে কে বলছেন দেখো বিরোধীরা আমাকে কীভাবে বিদ্রুপ করছে। উত্তরে ট্রাম্প মোদীকে সান্তনা দিয়ে বলছেন না না ওটা বিদ্রুপ নয়। অন্যদিকে টেরেসা মে মোদীকে চা বিক্রি করতে পরামর্শ দিচ্ছেন। যদিও পরে পোস্টটি তুলে নেওয়া হয়।
Be the first to comment