আগামীকাল মঙ্গলবার বিকেল পাঁচটা পাঁচে প্রথম ট্রেন হাওড়া থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হবে। এই ট্রেন ধরতে হলে প্রত্যেক যাত্রীকে নির্দিষ্ট সময়ের অন্তত দেড় ঘণ্টা আগে স্টেশনে পৌঁছতে হবে বলে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
আজ আরপিএফের সিনিয়র কমান্ডান্ট রজনীশ ত্রিপাঠী সংবাদমাধ্যমকে বলেন, “যাঁরা দিল্লিতে যাবেন তাঁদের কমপক্ষে দেড় ঘণ্টা আগে পৌঁছতে হবে স্টেশনে। চিকিৎসকরা পরীক্ষা করে ‘ফিট’ মনে করলে তবেই সংশ্লিষ্ট যাত্রীকে ট্রেনে উঠতে দেওয়া হবে। প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।”
Be the first to comment