গত মাসেই ১০১ বছরে পা রাখেন কিংবদন্তি শিল্পী অমলা শঙ্কর ৷ আর মাস ঘুরতে না ঘুরতেই চিরতরে বিদায় নিলেন তিনি ৷ এমন একটা কঠিন সময় ঘটল এই অঘটন যে, পরিবারের অনেকেই তাঁর শেষবেলায় শ্রদ্ধা জানাতে যেতে পারবেন না ৷ একে মৃত্যু শোক, তার ওপর শেষ বিদায় না জানাতে পারার যন্ত্রণায় খুবই ব্যথিত পরিবারের সকলে ৷
ঠাকুমার মৃত্যুতে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন নাতনি শ্রীনন্দা শঙ্কর ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ঠাকুমা আজ মারা গিয়েছেন, ১০১ বছরে৷ আগের মাসেই তাঁর জন্মদিন পালন করা হয়েছিল৷ মুম্বই থেকে কলকাতার বিমান বন্ধ৷ এই সময় যেতেও পারব না৷ খুবই অস্থির লাগছে৷ মন যেন কিছুতেই মানছে না৷ ওঁর আত্মার শান্তি কামনা করি৷ একটা যুগের শেষ হল ৷ অনেক ভালবাসা ঠাম্মা ৷
বিখ্যাত শঙ্কর পরিবারে ঘরণী ছিলেন অমলা শঙ্কর৷ তিনি নিজেও ছিলেন নৃত্য পটিয়সী৷ শিক্ষা গুরু এবং স্বামী উদয় শঙ্করের সঙ্গে দেশ-বিদেশে নিজেদের শিল্পকলা প্রদর্শন করেছেন ৷ যশ-খ্যাতি পেয়েছেন গোটা বিশ্বজুড়ে ৷ তাঁদের দুই সন্তান ৷ আনন্দ শঙ্কর ও মমতা শঙ্কর ৷ আনন্দের স্ত্রী তনুশ্রী শঙ্কর এবং আনন্দ ও তনুশ্রীর মেয়ে শ্রীনন্দা ৷
Be the first to comment