ডেঙ্গু প্রতিরোধে আরও জোর কলকাতা পুরসভার

Spread the love

বুলবুল সাইক্লোনের জন্য টানা বৃষ্টির পর রাজ্যে ডেঙ্গু রোধে আরও জোর দিয়েছে কলকাতা পুরসভা। প্রসঙ্গত, কলকাতা পুরসভার ডেঙ্গু নির্মূল অভিযান শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে। বিভিন্ন পর্যায়ে এই অভিযানকে ভাগ করা হয়েছে। কলকাতা পুরসভা ২০টি ওয়ার্ডকে চিহ্নিত করেছে যেখানে ডেঙ্গুর প্রবণতা আছে। এই অঞ্চলে আরও জোর দেওয়া হয়েছে ডেঙ্গু প্রতিরোধে।

যাদের জ্বর হয়েছে তাঁদের সকলকে কলকাতা পুরসভার ডাক্তাররা রক্ত পরীক্ষা করার জন্য অনুরোধ করছেন। পুরসভার প্রতি ওয়ার্ডে রক্তের নমুনা সংগ্রহের কেন্দ্র আছে এবং ১৬টি ডেঙ্গু গবেষণাগার আছে। এই রক্ত পরীক্ষার রিপোর্ট রোগীকে এসএমএস মারফৎ জানানো হয় এবং কলকাতা পুরসভার অফিস থেকে লিখিত রিপোর্টও পাওয়া যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*