ঢাকায় আওয়ামি লিগের নতুন ঝকঝকে দশতলা অফিসবাড়ির উদ্বোধন হচ্ছে শনিবার। এদিনই তাদের ৬৯ বছর পূর্ণ হল। ২৩, বঙ্গবন্ধু অ্যাভেনিউয়ে এই ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি থেকে সব দফতরই উঠে আসবে এই নতুন ঠিকানায়। দলের শাখা সংগঠনগুলির অফিস ছাড়াও ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, সাংবাদিক লাউঞ্জ, ডরমেটরি ও ক্যান্টিন থাকছে। বেসমেন্ট ও প্রথমতলায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। দোতলায় কনফারেন্স রুমে ৩৫০ জনের বসার ব্যবস্থা রাখা হয়েছে। তিনতলায় ২৪০ জনের বসার ব্যবস্থা থাকছে। মাঝখানে কনফারেন্স রুম আর দুই পাশে বেশকিছু ঘর রয়েছে। তিনতলার সামনের অংশটা ‘ওপেন স্কাই টেরাস’। অনেকটা বাড়ির ড্রয়িংরুম বা পাঁচতারা হোটেলের আদলে তৈরি হয়েছে এই অংশ। এখানে কৃত্রিম বাগানে চেয়ার-টেবিল দিয়ে বসার ব্যবস্থা থাকছে। পাশাপাশি থাকবে চা-কফি খাওয়ার ব্যবস্থা। চার ও পাঁচতলায় সাধারণ অফিস, ডিজিটাল লাইব্রেরি, মিডিয়া রুম। ছয়তলায় সম্মেলন কক্ষ। আট তলায় সাধারণ সম্পাদকের অফিস। আর নয় তলায় বসবেন সভানেত্রী হাসিনা। দশমতলায় থাকবে ক্যাফেটেরিয়া। আপাতত ছাদে হেলিপ্যাড থাকছে না।
Be the first to comment