তফসিলি জাতি এবং উপজাতিদের সার্বিক উন্নয়নের জন্য কমিশন গড়ার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রীসভা। জানা গেছে, জাতীয় কমিশনের আদলে তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য ‘স্টেট কমিশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব’ তৈরি করা হবে। এটি একটি স্বশাসিত সংস্থা হবে। ৫ সদস্যের এই কমিশনের মাথায় থাকবেন একজন আইএএস পদমর্যাদার চেয়ারম্যান। থাকবেন ডিআইজি পদমর্যাদার একজন আইপিএস।
এবিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য কমিশন গড়া হচ্ছে।মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
Be the first to comment