বোরো চুক্তির উদযাপনে অসমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত দু’মাস আগে থেকে অসমে যাওয়া ঠিক হলেও মোদীকে দু’বারই বাতিল করতে হয়েছিল ওই সফর। অবশেষে শুক্রবার অসমে গেলেন মোদী। সেখানে তাঁকে গোলাপ দিয়ে স্বাগত জানান বোরো নেতারা।
মোদী অসমে পৌঁছে ভাষণে বলেন, কেন্দ্র সরকার উত্তর-পূর্ব ভারতের পাশে আছে। বরো চুক্তির জন্য সবাইকে অভিনন্দনও জানান তিনি। কারোর নাম না করে মোদী বলেন, ” কিছু মানুষ আমাকে ডান্ডা দিয়ে মারার কথা বলে, কিন্তু যে মোদীর ওপর এত মা-বোনের আশীর্বাদ রয়েছে তাঁকে যত ডাণ্ডাই মারো, কিছুই হবে না।” মোদী জানান, উত্তর পূর্বে পর্যটন শিল্পের উন্নতি করা হবে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চল সন্ত্রাস মুক্ত করা হচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
জানুয়ারিতেই উগ্রপন্থী সংগঠন এনডিএফবি-র সঙ্গে শান্তি চুক্তি সই করেছে সরকার। পৃথক বোরোল্যান্ডের দাবিতে লড়ছিল লড়ছিল এই সংগঠন। অসম সরকার, কেন্দ্র এবং এনডিএফবির মধ্যে এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছিল। চুক্তি সম্পাদিত হওয়ার পর প্রধানমন্ত্রী বার্তা দেন, বোড়ো জাতির উন্নয়নে বিশেষ লক্ষ্য দিয়েছে সরকার৷ অসমের নিজস্বতা-কে নষ্ট হতে দেবে না বিজেপি তথা এনডি৷
Be the first to comment